সাম্প্রতিক শিরোনাম

দীর্ঘদিন বন্ধ থাকার পর আলীকদম সড়কে বাস চলাচল শুরু

সুজন চৌধুরী, বান্দরবানঃ প্রায় তিন মাস পর স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে বান্দরবানের আলীকদম উপজেলার সাথে বিভিন্ন সড়কে বাস চলাচল ও যাত্রী পরিবহন শুরু হয়েছে।

আজ সকাল(২ জুন) সাড়ে নয়টায় ২০ জন যাত্রী নিয়ে আলীকদম থেকে চকরিয়ায় উদ্দেশ্যে যাত্রা শুরু করে দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে বন্ধ থাকা আলীকদম চকরিয়া বাস সার্ভিস।

যাত্রীরা জানান,অল্প পরিসরে গণপরিবহন চালু হওয়ায় নিজেদের প্রয়োজনীয় কাজে আলীকদমের বাহিরে যাচ্ছি।অনেকদিন পর হলেও করোনার কারণে আলীকদমের বাসগুলোর যাত্রী সেবা একটু উন্নত হয়েছে।বাসগুলোতে আগে প্রায় দেখতাম গাদাগাদি করে যাত্রী পরিবহনের প্রবণতা ছিল কিন্তু প্রথম বার এই সড়কে যাত্রীর চাপ ও গাদাগাদি নেই।

বাস কাউন্টারের টিকেট বিক্রিতা (লাইনম্যান) মোঃ আবু হানিফ বলেন,সরকার ও বাসমালিক সমিতির নির্দেশনা অনুযায়ী যাত্রী পরিবহন করা হচ্ছে।কাউন্টারেও সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা হয়েছে।কাউন্টারের প্রবেশ ও বাসে উঠার আগে যাত্রীদের অবশ্যই মাস্ক থাকতে হবে এবং সাবান দিয়ে হাতমুখ ধুতে হবে।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃসাহাবউদ্দিন মনু জানান,সরকারী নির্দেশনা মেনেই যাত্রী পরিবহন করা হচ্ছে। চালক ও হেলপারদের মাস্ক ও গ্লাভস নিশ্চিত করা হয়েছে।সামাজিক দূরত্ব বজায় রেখে এক সিট পর যাত্রী বসবে এবং প্রতি টিকেটে ৬০% ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং ৬০% ভাড়া বৃদ্ধিতে এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আলীকদম – চকরিয়া জনপ্রতি ১শত টাকা,আলীকদম – বান্দরবান ২ শত ৫০ টাকা টাকা,আলীকদম – চট্টগ্রাম ৪ শত ৫০ টাকা ও আলীকদম-ঢাকা ১৩শত টাকা করা হয়েছে বলে জানান।

এদিকে আলীকদম লামা যাত্রীবাহী বাস ও চাঁদের গাড়ীগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন ও নির্ধারিত যাত্রী পরিবহন,সরকারী নির্দেশনা মেনে যান ও যাত্রী চলাচল করছে কিনা তা তদারকি করছে চেকপোস্টগুলোর দায়িত্বরত সেনাসদস্যরা।

সর্বশেষ

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...