সাম্প্রতিক শিরোনাম

দুই কেজি ৩০০ গ্রাম ওজনের এক ইলিশ, দাম আট হাজার

বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের এক ইলিশ।

মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলে এমাদুল শেখের জালে ধরা পড়ে ইলিশটি। বিকেলে রায়েন্দা বাজারে ওঠানোর পর মাছটি সাড়ে তিন হাজার টাকা করে কেজির দর হেঁকেছেন মৎস্য ব্যবসায়ী আবুল বাশার।

রায়েন্দা বাজারের শের-ই-বাংলা সড়কের মাছের বাজারে ইলিশটি দেখতে ভিড় করছেন অনেকেই।

ব্যবসায়ী আবুল বাশার জানান, তার দাদন দেওয়া জেলে এমাদুল শেখের জালে ইলিশটি ধরা পড়েছে। সাড়ে তিন হাজার টাকা করে কেজি চাওয়া হয়েছে মাছটি।

তাতে দাম আসে আট হাজার ৫০ টাকা। সচরাচর এত বড় ইলিশের দেখা মেলে না বলেই দাম একটু বেশি বলে জানান ওই মৎস্য ব্যবসায়ী।

শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন বলেন, সরকার জাটকা নিধন বন্ধ এবং মৎস্য আহরণে ৬৫ দিনের অবরোধ দেওয়ায় সমুদ্রের পাশাপাশি এখন স্থানীয়

নদ-নদীতেও এত বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। অবরোধে জেলেরা সাময়িক ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে করলেও তারা দীর্ঘমেয়াদি সুফল পেতে শুরু করেছে।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, সরকারের যথাযথ পদক্ষেপে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। ইলিশের গড় আকারও (সাইজ) বৃদ্ধি পেয়েছে। এটা অবরোধের ফসল।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...