সাম্প্রতিক শিরোনাম

নরসিংদীর মাধবদীতে আগুনে পু’ড়ে ছাঁই হলো হানিফ মিয়ার স্বপ্ন 

পলাশ প্রতিনিধিঃ নরসিংদীতে প্রতিহিং’সার আগুনে পু’ড়ে ছাঁই হলো সত্তোরোর্ধ বৃদ্ধের স্বপ্ন। বাছুরসহ একটি দুধের গাভী ও আটমাসের গর্ভবতী আরেকটি গাভীসহ সদ্য ঘরে তোলা ১০মন সরিষা ও বসত ঘর পু’ড়িয়ে দিয়েছে দু’র্বৃত্তরা। বুধবার [২৬ ফেব্রুয়ারি] রাতে সদর উপজেলার মাধবদীর দরগাবাড়ি মাদরাসার পশ্চিম পাশে আবু হানিফ মিয়ার বসতঘরে এ ব’র্বরতার অ’গ্নিকান্ডের ঘটনা ঘটে। আবু হানিফ বি-বাড়িয়া জেলার আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি মাধবদীতে সাবেক রেললাইন সংলগ্ন দরগাবাড়ি ছোটমাধবদী এলাকায় মুক্তিযো’দ্ধা আতাউর রহমানের বাড়ির পাশে একটি ছোট টিনের ঘরের অর্ধেকে স্ত্রী ও এক নাতিকে নিয়ে বাস করতো বৃদ্ধ হানিফ মিয়া ও বাকি অর্ধেকে ৩টি গরু পালন করতো।


বুধবার রাত সাড়ে সাতটার দিকে হঠাৎ হানিফ মিয়ার বসতঘর থেকে আগুনের শিখা উঠতে দেখে স্থানীয়রা ফা’য়ার সার্ভিসে খবর দেয়। এসময় ফা’য়ার সার্ভিসের একটি উইনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পু’ড়ে মা’রা যায় গৃহপালিত ৩টি পশু, ১০মন সরিষা, নগদ ৫ হাজার টাকাসহ প্রয়োজনীয় জরুরী কাগজপত্র। এ অগ্নিকান্ডে জীবনের অর্জিত সম্পদ সব হারিয়েছেন ভু’ক্তভোগি বৃদ্ধ হানিফ।


সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পো’ড়া ধ্বং’সস্তুপে বসে হাউমাউ করে কাঁ’দছে সত্তোরোর্ধ বৃদ্ধ আবু হানিফ মিয়া। এসময় কান্নাজড়িতকণ্ঠে তিনি জানান, নিজের কোন সহায় সম্বল না থাকায় মাধবদীর পল্লী চিকিৎসক হাজী শফি উদ্দিনের রেল লাইন সংলগ্ন জমিতে একটি টিনের ঘর তুলে গত ১০ বছর যাবৎ বৃদ্ধ দম্পতি বসবাস করে আসছিলেন। গত কয়েকবছর আগে তার চার মেয়ে মিলে তাকে একটি গরু কিনে দেয়। সেটা লালন পালন ও বর্গাচাষের জমি থেকে আয়ের টাকায় একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়ে দেয়ার স্বপ্ন দেখেন বৃদ্ধ হানিফ মিয়া। চলছিলেনও ভালোই।

একটি গরু থেকে তার তিনটি গরু হয়। এর মধ্যে একটি থেতে প্রতিদিন ৮ লিটার দুধ পাওয়া যেতো, অন্যটিও ছিলো ৮মাসের গর্ভবতী। এরই মাঝে দু’র্বত্তদের দেয়া আগু’নে সব পু’ড়ে ছাই হয়ে গেলো। তিনি অ’ভিযোগ করে বলেন তার পালিত গরুর ম’লমূ’ত্রের গন্ধ যাওয়ার অজুহাতে পাশের বাড়ির মুক্তিযোদ্ধা আতাউর রহমান ও তার ছেলে মাসুদ প্রায়ই তাকে বকাঝকা করতো। এমনকি বিভিন্ন সময় বৃদ্ধ হানিফকে মা’রধরসহ এখান থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হু’মকি ও ভয়ভীতি দেখাতো। 


গত মাসদেড়েক আগেও তার একটি খড়েরগাদা পু’ড়িয়ে দেয়াসহ একাধিকবার তার ফসল পু’ড়িয়ে দেয়া হয়। এঘটনাটিকেও তিনি পরিকল্পিত অ’গ্নিকান্ডের ঘটনা বলে দাবী করেন। তবে এ অ’ভিযোগ অস্বী’কার করে মুক্তিযোদ্ধা আতাউর বলেন বৃদ্ধের সাথে তাদের কোন বি’রোধ ছিলোনা, বরং এ অ’গ্নিকান্ডে তাদের ভবনও ক্ষ’তিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবী করেন।
এ ঘটনায় মাধবদী থা’নায় একটি অ’ভিযোগ করা হলে থা’নার উপ-পরিদর্শক মীর শিবলী কায়েস ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...