সাম্প্রতিক শিরোনাম

নাটোরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ: ৭ আহত, ৫ বাড়ি ভাঙচুর

নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শীতবস্ত্র অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে।

এই ঘটনায় সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুনের সমর্থকদের ৫টি বাড়ি ভাঙচুর করেছে ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালামের সমর্থকরা।

রবিবার বিকেলে উপজেলার বিশায় উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডাহিয়া ইউনিয়নের বিশায় উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করতে যান।

এ সময় স্থানীয় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আবুল কালামের বিরুদ্ধে বক্তব্য দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছি।

পরে প্রতিমন্ত্রী অনুষ্ঠান শেষ করে চলে আসার পর উভয় গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চেয়ারম্যান ভাঙচুর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়।

ঘটনার জের ধরে সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুনের সমর্থকদের ৫টি বাড়ি ভাঙচুর করেছে ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালামের সমর্থকরা। পরে সিংড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, লাঠিসোটা নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পাওয়ার পর সিংড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ

কাতার-বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন

কাতার বাংলাদেশ সামরিক সহযোগিতা চুক্তি সম্পন্ন, কাতারে নিয়োগ পেল ১১২৯ বাংলাদেশী সেনা সদস্য।বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে।...

ঈশ্বরদীতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে জনজীবন।বুধবার (১১ জানুয়ারি)...

আফগানিস্তানে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায় বাংলাদেশ

প্রতিবেশী হিসেবে বাংলাদেশ আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে চায়, যেখানে আফগান জনগণ তাদের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সম্প্রতি আফগানিস্তানের উচ্চ শিক্ষা এবং...

গণতন্ত্রের নামে বাংলাদেশে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ নেই বলছে রাশিয়া

গণতন্ত্রের অজুহাত দিয়ে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো রাষ্ট্রে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায়...