পবিত্র ঈদুল আজহা: স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোর প্রস্তুতি

চাঁদ দেখা সাপেক্ষে আগস্টের প্রথম সপ্তাহে দেশে মুসলমানদের ধর্মীয় দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা হচ্ছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য অন্তত আরো সপ্তাহখানেক সময় নেয়া হবে।

ঈদুল ফিতরের সময় বন্ধ ছিলো গণপরিবহন, চলাচলেও ছিলো নিষেধাজ্ঞা। স্বাভাবিকভাবে বাড়ি ফেরার সুযোগ ছিলো না শহরবাসীর। যদিও গত ঈদে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফেরার সুযোগ ছিলো।

ঈদের সময় রাজধানীসহ অন্যান্য শহর থেকে মানুষের গ্রামে ফেরা আমাদের ঐতিহ্যে রূপ নিলেও তাতে বাধ সেধেছে মহামারি করোনা।