সাম্প্রতিক শিরোনাম

পাঁচ হাজার পনের পিচ ইয়াবা সহ আলীকদমে কাঠ ব্যবসায়ী আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী নামে পরিচতি মােহাম্মদ নুর প্রকাশ মাননুর ঢাকায় ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক। পরে সাভার থানায় হস্তান্তর করেন র‌্যাব-১, পাচঁ দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠালেন পুলিশ।মােহাম্মদ নুর পান বাজার উত্তর পালং পাড়ার বাসিদা মােঃ কবির আহাম্মদ প্রকাশ কবির হাজীর ছেলে।

সাভার থানা সূত্রে জানা যায়,গত ৭ মার্চ রাত সাড়ে আটটায় সাভার কাকাব(খেয়াঘাট) তমিজ উদ্দিনর চারতলা বিশিষ্ট্য বাড়ির সামনের রাস্তায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে মাদক বিক্রেতারা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তির দেহ তল্লাশি করে পাচঁ হাজার পনেরােটি ইয়াবা ট্যাবলটসহ মােহাম্মদ নুর প্রকাশ মাননুর ও তমিজ উদ্দিনের ভাড়াটিয়া মােঃ হানিফ মিয়াকে আটক করেন র‌্যাব-১। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাভার থানায় হস্তান্তর করেন র‌্যাব। পরে র‌্যাব-১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মােঃ মাসুদ রানা বাদী হয়ে সাভার থানায় ৮মার্চ মামলা রজু করেন।

সাভার থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অপূব দত্ত বলন,তাদের বিরুেদ্ধ সাভার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছ। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য উক্ত আসামীদের পাচঁ দিনের রিমান্ডে আনা হয়েছিল,জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করছেন মর্মে জানান এই কর্মকর্তা। রিমান্ড শেষে আসামীদর জেলহাজতে প্রেরণ করা হয় বল জানান।

স্থানীয় কাঠ ব্যবসায়ীরা জানান,প্রায় দুই বছরর অধিক সময় ধরে মােহাম্মদ নুর কাঠ ব্যবসার সাথ জড়িত নই।এর আগেও তক্কক নিয়ে পাচারের সময় চট্টগ্রামে আটক হয়েছিল বলে জানান স্থানীয় কাঠ ব্যবসায়ীরা।

এদিকে, তারই ছােট ভাই মােহাম্মদ নবীকে একলক্ষ আশিঁ হাজার ইয়াবা ট্যাবলেট মামলায় ডিবি পুলিশ আটক করেছিল এবং সে কক্সবাজার ও আলীকদমের চিহিৃত ইয়াবা ব্যবসায়ী।

সর্বশেষ

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন। চীনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ কে বাধাগ্রস্ত করতে আমেরিকার ইতোমধ্যেই বেশকিছু...

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানেকুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবছর কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩...

কুড়িগ্রামে টানা তিন-দিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত দু'দিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনও হালকা আবার কখনও ভারি বৃষ্টি হচ্ছে।ফলে কর্মস্থলে...

বাংলাদেশের ও চাপ আছে পশিচমাদের উপর: খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ মশিউর রহমান বিপুল: শুধু বাংলাদেশের উপর পশিচমাদের চাপ নয়,বাংলাদেশের ওচাপ আছে পশিচামাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি,আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি।...
bn_BDবাংলা