সাম্প্রতিক শিরোনাম

পাবনা-৪ উপনির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব

পাবনা-৪, (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনে উপনির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ড থেকে এই মনোনয়ন প্রদান করা হয়।

এর আগে এই আসনে বিএনপি থেকে দুই হাবিব মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং অপরজন হলেন কেন্দ্রীয় রেলশ্রমিক দলের কার্যকরী সভাপতি এবং জাতীয়বাদী শ্রমিকদল রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ন সম্পাদক আহসান হাবিব।

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতাদের সূত্রে জানা যায়, বিগত সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় বিএনপি থেকে উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এরপর বিগত এক বছর পূর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়।

দীর্ঘদিন পর উপজেলা আহ্বায়ক কমিটি হলেও পৌর কমিটি আহ্বায়ক কমিটি হয়নি।

নামস্বর্ত উপজেলা আহ্বায়ক কমিটি হলেও নতুন কমিটি গঠনের কোনো দৃশ্যমান আলামত দেখা যাচ্ছে না। পুরো বিএনপি এখন কমিটি বিহীন হ য র ল ব এবং বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।

এই মহুর্তে উপনির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। কমিটি ছাড়া কিভাবে এই নির্বাচনে অংশগ্রহণ কতটুকু সম্ভব বলেও সাবেক এসব নেতারা শংকা প্রকাশ করেছেন।

বিগত নির্বাচনে ঈশ্বরদী বিএনপির সকল নেতা হাবিবুর রহমান হাবিবের বিপক্ষে কাজ করেছিলেন। তখনও কমিটি ছাড়া নির্বাচন করা গেলে এখন কেনো আহ্বায়ক কমিটি দিয়ে নির্বাচন করা যাবে না।

তিনি আরো বলেন, কমিটি গঠনের কাজ চলছে। নির্বাচনে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে আশাবাদী এই প্রবীণ রাজনীতিবিদ।

সর্বশেষ

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের সংবাদ পশ্চিমা গণমাধ্যমেও প্রচার পায় জোরালোভাবে। বাংলাদেশ ও ভারতের...

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন। চীনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ কে বাধাগ্রস্ত করতে আমেরিকার ইতোমধ্যেই বেশকিছু...

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানেকুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এবছর কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩...

কুড়িগ্রামে টানা তিন-দিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

মোঃ মশিউর রহমান, কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত দু'দিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনও হালকা আবার কখনও ভারি বৃষ্টি হচ্ছে।ফলে কর্মস্থলে...
bn_BDবাংলা