সাম্প্রতিক শিরোনাম

মাটিরাঙ্গায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে “ওরা নয়জন”

এমদাদ খান, খাগড়াছড়ি : মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। লকডাউনের মধ্যে দিয়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে করোনার হটস্পট নারায়নগঞ্জ বা ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মাটিরাঙায় ফিরছে অনেকেই। আর এ ভাইরাস মোকাবিলায় ‘হোম কোয়ারেন্টাইন’ একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ব্যবস্থা কার্যকর করতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন শুরু থেকেই কাজ করছে।

মাটিরাঙ্গায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে যখন স্থানীয় প্রশাসন যখন হিমশিম খাচ্ছে তখন এপ্রিল মাসের শেষ দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ স্থানীয় উদ্যোমী যুবকদের নিয়ে করোনা প্রতিরোধে গড়ে তুলেন ‘কুইক রেসপন্স টিম’ নামে একটি স্বেচ্ছাসেবী গ্রুপ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র নির্দেশনায় গত ১৫দিনের বেশী সময় ধরে মাটিরাঙ্গায় সামাজিক দুরত্ব নিশ্চিতসহ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রাত-বিরাতে মাটিরাঙ্গা থেকে তানাক্কাপাড়া পর্যন্ত ছুটে চলছে ‘ওরা নয় জন’। শুধু হোম কোয়ারেন্টাইন নিশ্চিতই নয়, কোয়ারেন্টাইনে রাখা পরিবারদের কাছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৪ দিনের খাবার পৌছে দিতেও কাছ করছেন ‘কুইক রেসপন্স টিম’র ওরা সাত জন।

ইতিমধ্যে মাটিরাঙ্গা পৌর সদর, যামিনীপাড়া ও আমতলীসহ বিভিন্ন ইউনিয়নে শতাধিক পরিবারের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র নেতৃত্বাধীন কুইক রেসপন্স টীমের ওরা নয়জন। শুধু হোম কোয়ারেন্টাইন নিশ্চতই নয়, তাদের বাড়িতে খাবার পৌছে দেয়াসহ কোয়ারেন্টাইনে থাকা পরিবারের সদস্যদের নিয়মিত খোজ খবর রাখছে উদ্যোমী ওরা নয়জন।

‘কুইক রেসপন্স টিম’র প্রধান সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন রিপন বলেন, আমরা দেখেছি করোনা ভাইরাইস প্রতিরোধে শুরু থেকেই মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে অবিারম কাজ করে গেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। একপর্যায়ে আমাদের মনে হলো মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে আমাদেরও দায়িত্ব আছে। তখনই আমরা নিজেরাই জনগনকে সচেতন করতে নিজেদের উদ্যোগে স্বল্প পরিসরে কাজ শুরু করি। আমরা মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করি। এক পর্যায়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ‘কুইক রেসপন্স টিম’ গঠনের মাধ্যমে আমাদেরকে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ করে দেন।

করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে ছুটে চলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ওদের কাজ দেখেই মনে হয়েছিল ওদেরকে কাজে লাগানো যেতে পারে। মধ্যবিত্তদের বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দেয়ার চিন্তা থেকেই ওদেরকে দিয়ে গঠন করি ‘কুইক রেসপন্স টিম’। বর্তমানে ওরা মাটিরাঙ্গায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বড় ধরনের ভুমিকা রাখছে। সামাজিক দুরত্ব নিশ্চিতকরা সহ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাজ করছে এসব যুবকরা। করোনাকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পাশে থেকে মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করছে ওরা।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...