সাম্প্রতিক শিরোনাম

লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-৬

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের বলাইরহাট এলাকার সেবকদাস গ্রামে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরের পর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল। অভিযান পরিচালনার সময় ৬ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামের সহির আলীর ছেলে মাইদুল(২৪), একই এলাকার হামিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২), জেতেন্দ্রনাথের ছেলে সনজিত রায় (২০), জয়নাল আবেদিনের ছেলে হাসান আলী (২৯) মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুস সামাদ (২১) ও শফিকুল ইসলাম(৪০)।


স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়ন এলাকায় মোটরসাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। অভিযানে বৃহস্পতিবার ভোরের দিকে বলাইরহাট বাজার এলাকায় অবস্থানকারী টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে,মাদক কারবারী মাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির আঙ্গিনায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা ক্রয় বিক্রয় চলছিল।
পরে পুলিশ ধাওয়া করে ১৭০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় পুলিশর উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।


মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বলেন, থানায় মামলা হওয়ার পর আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই মাদক বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন । অপরদিকে টানা ৪র্থ বারের মত মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম গোলাম রসুল।

সর্বশেষ

রাশিয়ার হাতে বাখমুথের পতন, স্বীকার করে নিলো ইউক্রেন

শেষ পর্যন্ত ৯ মাস যুদ্ধ চলার পর রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের হাতে বাখমুথের পতন ঘটেছে।ভ্লাদিমির পুতিন ওয়াগনার অ্যাসল্ট ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন, সেইসাথে রাশিয়ান...

লক্ষ্মীপুর উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলো কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে কফিলউদ্দিন ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। পরিবেশ ও শিক্ষাগত দিক থেকে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবস্থান...

পাহাড়ে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াই অব্যাহত

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল আর্মিকে সমুলে উৎপাঠন করতে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। এতে দুপক্ষের যুদ্ধ অবস্হা বিরাজ করায় আতঙ্কিত হয়ে এলাকা...

দুটি রাশিয়ান যুদ্ধবিমান এবং দুটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত(ভিডিও)

রাশিয়ান নিউজ আউটলেট কমার্স্যান্ট জানিয়েছে যে শনিবার ইউক্রেনের সীমান্তের কাছে দুটি রাশিয়ান যুদ্ধবিমান এবং দুটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে, এটি নিশ্চিত...
bn_BDবাংলা