সাম্প্রতিক শিরোনাম

সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিটুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বিটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

নিহত বাপ্পা একই ইউনিয়নের পূর্ব বিটুলী গ্রামের আবদুর রউফের ছেলে। ফুলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মইনুদ্দিন জানান, বাপ্পা গরু ব্যবসায়ী ছিলেন। ভোররাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বিটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ভারতের ইয়াকুবনগর এলাকায় ভারতীয় সীমান্তের ১৮২২ নম্বর পিলারের কাছে বাপ্পার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রায় দুই বছর আগে একই স্থানে বাপ্পার চাচা আব্দুল কালাম বিএসএফের গুলিতে নিহত হন।

এ ব্যাপারে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিজিবি এ বিষয়ে বিএসএফকে চিঠি দেবে বলে জানান তিনি।

বিজিবির-৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিইও) শাহ আলম সিদ্দিকী মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, ‘জানতে পেরেছি একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। পুরোটা নিশ্চিত হতে পারিনি।

নিশ্চিত হলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক করে নিহতের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আজ মঙ্গলবার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বার্তাসংস্থা বাসসকে জানান, "মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার...

রাশিয়ার হাতে বাখমুথের পতন, স্বীকার করে নিলো ইউক্রেন

শেষ পর্যন্ত ৯ মাস যুদ্ধ চলার পর রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের হাতে বাখমুথের পতন ঘটেছে।ভ্লাদিমির পুতিন ওয়াগনার অ্যাসল্ট ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন, সেইসাথে রাশিয়ান...

লক্ষ্মীপুর উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলো কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে কফিলউদ্দিন ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। পরিবেশ ও শিক্ষাগত দিক থেকে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবস্থান...

পাহাড়ে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াই অব্যাহত

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল আর্মিকে সমুলে উৎপাঠন করতে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। এতে দুপক্ষের যুদ্ধ অবস্হা বিরাজ করায় আতঙ্কিত হয়ে এলাকা...
bn_BDবাংলা