নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা আজ সন্ধ্যায় আকস্মিকভাবে নড়াইল সদর হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে যান।
এসময় তিনি রোগীদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক ও রোগীদের স্বজনদের কাছ থেকে খোঁজখবর নেন।
এসময় মাশরাফী কয়েকজন অস্বচ্ছল রোগীকে ঔষধ ক্রয় করার জন্য নগদ অর্থ প্রদান করেন।
বর্তমানে আধুনিক সদর হাসপাতাল,নড়াইলে মোট ৯৫ জন রোগী ভর্তি আছেন।এছাড়া সদর হাসপাতালের করোনা-১,আইসোলেশনে-২ ইউনিট রয়েছে।পরিদর্শনকালে নড়াইল এক্সপ্রেস মাশরাফী বিন মোর্ত্তজা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীদের দেখতে যান।
উল্লেখ্য, মাশরাফী বিন মোর্ত্তজা দীর্ঘ ২৪ দিন করোনার সাথে লড়াই করে সুস্থ হয়েছেন।
সুস্থ হয়েই তিনি নড়াইলে চলে আসেন।আজ করোনা আক্রান্ত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও নড়াইলের উন্নয়নে বিভিন্ন কাজ করে চলেছেন।