সাম্প্রতিক শিরোনাম

অনন্দে কেঁদে ফেললেন ৯৫ বছর বয়সী বৃদ্ধ কুলসুম বেগম

গোপালগঞ্জ সদর উপজেলার পুরাতন মানিকদাহ গ্রামের আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়ে অনন্দে কেঁদে ফেলেন ৯৫ বছর বয়সী বৃদ্ধ কুলসুম বেগম। আজ রবিবার সকালে ঘরের দলিল ও চাবি হাতে পেয়ে চোখের জল ফেলে দেন তিনি।

কাঁদতে কাঁদতে বলেন, আমার এই শেষজীবনে শেখ হাসিনা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। স্বামী পরিত্যক্ত মেয়ে, নাতি-নাতনি নিয়ে এখন নিজের ঠিকানায় থাকতে পারব। কোনো দিন নিজের ঘর বা বাড়ি হবে তা ভাবতে পারিনি। যত দিন বাঁচব, শেখ হাসিনার জন্য নামাজ পড়ে দোয়া করব।

১৫ বছর আগে কুলসুম বেগমের স্বামী জব্বার আলী মাতুব্বর বার্ধক্যজনিত কারণে মারা যান। শহরের থানাপাড়ায় একটি বস্তিতে ৫০০ টাকা ভাড়ার ঘরে থাকতেন। দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে দুই মেয়ে মারা গেছে। তাদের ছেলে-মেয়ে নিয়ে তার বসবাস।

কুলসুম বেগমের মতো এমন আনন্দাশ্রু দেখা যায় গোপালগঞ্জ সদর উপজেলার পুরানো মানিকদাহ গ্রামের সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী আবতাব বিশ্বাস (৩৬), চরগোবরা গ্রামের কৃষক হেদায়েত সিকদার (২২) ও পুরনো মানিকদাহ গ্রামের দিনমজুর টিক্কা শেখ (৪৫), নিজড়া ইউনিয়নের মালেঙ্গা গ্রামের রিকশাচালক মো. রমিছ মোল্লা (৫২), দিনমজুর আরজু ফকির (২৬), করপাড়া গ্রামের ঝিয়ের কাজ করা মর্জিনা বেগম (৫০), কৃষক আব্দুর রাজ্জাক মিয়াসহ (৮০) অসংখ্য সুবিধাভোগীর চোখে।

আমরা নিম্ন আয়ের মানুষ পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে জীবন চালাই। এ কারণে জমি কেনা তো দূরের কথা ঘর বানানোর স্বপ্ন দেখতে পারিনি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্রয়স্থল দিয়েছে এতে আমরা মহা খুশি। ওনার জন্য দোয়া ছাড়া আর কিছু করার নাই।

রবিবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জে ৫৫৫টি ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২৮১টি, কাশিয়ানী উপজেলায় ১৩০টি মুকসুদপুরে ১১০টি ও কোটালীপাড়ায় ৩৪টি ঘর। বাকি ২৫২টি ঘরের নির্মাণকাজ চলছে। সেগুলোও যথাসময়ে হস্তান্তর করা হবে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনসহ স্ব-স্ব উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের ঘর বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওসমান গনি, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...