পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নিভৃত পল্লী সাপলেজা ইউনিয়নের ঝাঁটিবুনিয়া গ্রামে গনতন্ত্রের জীবন্ত পোস্টার শহীদ নূর হোসেনের পৈত্রিক ভিটায় অযত্নে অবহলায় পড়ে আছে তার নামে প্রতিষ্ঠিত এবতেদায়ী মাদ্রাসা।
ঝাঁটিবুনিয়া গ্রামের জ্বরাজীর্ন বাড়িতে এখনও বাস করেন তার বংশধরেরা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনের আত্মত্যাগের দীর্ঘ ৩৩ বছর পার হলেও তার পৈত্রিক ভিটায় নেওয়া হয়নি তার স্মৃতি রক্ষার কোন উদ্যোগ।
আজ যারা গনতন্ত্র রক্ষার নামে এত চেচামেচি চালাচ্ছেন তারা ক’জন মনে রেখেছেন গঠনতন্ত্র উদ্ধারের এই মহান বীর’কে
পৈত্রিক ভিটায় তার স্মৃতি রক্ষায় আজও গড়ে ওঠেনি কোন স্মৃতিস্তম্ভ।প্রতি বছর নূর হোসেন দিবসে পারিবারিক ভাবে একটু মিলাদ মাহফিল ছাড়া আর কোন কর্মসূচিও পালিত হয়না।
এলাকাবাসী দাবী অচিরেই পৈত্রিক ভিটায়
শহীদ নূর হোসেনের স্মৃতি রক্ষার ব্যবস্থা করা হোক।