আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২৬ সেপ্টেম্বর পরীক্ষাটি হওয়ার কথা ছিল।
রবিবার বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান বাদল বলেন, ভেন্যু না পাওয়ায় আগামী ২৬ সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এনরোলমেন্ট কমিটি।
রবিবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভেন্যু পাওয়া সাপেক্ষ যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
গত ২৬ জুলাই বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২২ জুলাই এক পত্রে জানিয়েছে- আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদ পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে।