প্রধানমন্ত্রী ছবি বিকৃত করায় এক ব্যক্তির নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে আনসার সদস্য শরীফ। ওই ব্যক্তিকে গ্রেফতার ও করেন স্বয়ং শরীফ। চট্টগ্রামে এই ঘটনা রীতিমত সোশ্যাল মিডিয়ায় আলোচনায় সবার মুখে ।
শরীফ জানান, দেশের স্বাধীনতা এসেছে ৩০ লক্ষ প্রানের তাজা রক্তে। দেশ নিয়ে কটুক্তি সহ্য করবোনা এই দেহে রক্ত থাকতে।