মানবাধিকার তৃণমূল কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আ ত ম শহিদুজ্জামান নাসিম এর নেতৃত্বে রেলি সহ ঈশ্বরদীস্হ খাইরুজ্জান বাবু বাস ট্রার্মিনালে অবস্হিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় মানবাধিকার তৃণমূল কেন্দ্রের ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি নায়েক(অঃ)এম এ কাদের , সাধারন সম্পাদক ফজলে রাববী, পৌর শাখার সাধারন সম্পাদক সুজন মাহমুদ সহ মানবাধিকার কর্মি বৃন্দ উপস্হিত ছিলেন।
এছাড়াও এবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনলাইন সংগঠন ক্র্যাক প্লাটুন আওয়ামী এক্টিভিস্ট ফোরাম এর পক্ষেও মানবাধিকার তৃণমূল কেন্দ্র র নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্প মাল্য অর্পণ পরবর্তী আলোচনা সভায় তৃণমূল কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন পৃথিবীতে একটি মাত্র দেশ আছে ভাষাভিত্তিক আর তা হল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাঙালি বীরের জাতি, তারা নিজেদের অধিকার ও মর্যাদার লড়াই করে আদায় করতে জানে আত্মার প্রমাণ বাঙালি জাতি অতীতেও দিয়েছে দিচ্ছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আরো দেবে।
তৃণমূল কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান নাসিম আরো বলেন এবার এই প্রথম তৃণমূল কেন্দ্র নিজ সংগঠনের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোন সংগঠনের পক্ষে কর্মসূচি পালন করল। যা তৃণমূলকেন্দ্র কোনদিন করেনি। এবারে তৃনমূল কেন্দ্র প্রথম এই ধরনের কর্মসূচি পালন করলো কারন সেই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একদল তরুণের তৈরি অনলাইন ভিত্তিক সংগঠন।
সংগঠনের নাম ক্র্যাক প্লাটুন আওয়ামীএক্টিভিস্ট ফোরাম। তৃণমূল কেন্দ্র এভাবে কর্মসূচি পালন করলো কারণ তৃণমূল কেন্দ্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন।
আর ক্র্যাক প্লাটুন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন তাই আমরা এইভাবে কর্মসূচি পালন করেছি।
এখন ক্র্যাক প্লাটুনের নেতৃবৃন্দ যদি পাবনা জেলায় সাংগঠনিক ভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করেন তাহলে আমরা ২ সংগঠন সম্মিলিত হবে অনলাইনে এবং অফলাইন ২ জায়গাতেই বিএনপি জামাত-শিবিরের অপপ্রচার রোধে ও তাদের সম্মিলিত অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হব এবং সোনার বাংলা বিনির্মাণে পথ আরেকটু মসৃণ হবে বলে আমরা আশা করি।