কোন আন্দোলনই ব্যাথ’ হয় না। পাকশীবাসী রূপপুর আণবিকের নিরাপত্তার ব্যাপারে সজাগ। কিন্তু মাথার বিনিময়ে দেহ যেমন অথ’হীন তেমনি পাকশীর বিনিমযে রূপপুর আণবিক অথ’হীন। রেলের বিশাল ফাঁকা জায়গার সাথে বন্ধ ঘোষিত পাকশী পেপার মিলের জায়গা নেয়ার পরও শত বষে’র ঐতিহ্য পাকশীর স্থাপনা ধ্বংসের পরিকল্পনাকারীরা পাকশীবাসীর কলিজায অাঘাত করেছেন।
দেশে গণতন্ত্র না থাকার কারণে স্বৈরাচারী এরশাদের অামলে পশ্চিমাঞ্চল রেল সদর দপ্তর রেলের কুচক্রি মহলের ষড়যন্ত্রের মাধ্যমে রাজশাহী নিতে সক্ষম হয়েছিলেন। এবাও কুচক্রি মহল ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা চালিযে যাচ্ছেন ; কিন্তু পাকশীবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের সকল ষড়যন্ত্র নস্যাত হয়ে গেছে।
ভবিষ্যতে পাকশীবাসী ঐক্যবদ্ধ অান্দোলন করলে পাশ্চিমাঞ্চল রেল সদর দপ্তর রাজশাহী থেকে পাকশীতে ফিরিয়ে আনা সম্ভব হবে।