আফজাল হোসেন নিসারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক চৌধুরী মো. আফজাল হোসেন নিসার (৫৭)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ১৭ জুলাই শুক্রবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চৌধুরী আফজাল হোসেন নিসার। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তবে পরিবার নিয়ে তিনি জেলা শহরের বণিকপাড়ায় থাকতেন।

আজ রবিবার (১৯ জুলাই) এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।

গত ২ জুলাই প্রথমবার করোনাভাইরাস পরীক্ষার ফলে নেগেটিভ আসে নিসারের। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় আসে পজিটিভ রিপোর্ট।