অবসরোত্তর ছুটিতে থাকা অতিরিক্ত সচিব সুরথ কুমার সরকারকে আবারো তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
সুরথ কুমার সরকার তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের মধ্য থেকে ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সম্প্রতি। এর পরপরই তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন। তিনি ২০১৯ সালের ২৭ জুন থেকে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সুরথ কুমার এক বছরের জন্য চুক্তিতে প্রধান তথ্য অফিসারের দায়িত্ব পালন করবেন।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সুরথ কুমার জাতীয় সংসদ সচিবালয়, তথ্য মন্ত্রণালয়, শিা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড, তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।