আমি যখন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, আমার দপ্তরে চিকিৎসক, নার্স, মেডিক্যাল পারসন, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলের ব্যাপক ভিড় ছিল। তাঁদের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করা হতো।
সম্প্রতি স্বাস্থ্যখাত নিয়ে নানা বিতর্কের প্রসঙ্গ তুলে ধরে কালের কণ্ঠকে এসব কথা বলেন বিশিষ্ট চিকিৎসক, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।
আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, তখন আমার বুকটা ভরে গিয়েছিল। আমি মনপ্রাণ দিয়ে কাজও শুরু করেছিলাম। এতদিনে হয়তো স্বাস্থ্য বিষয়ে মানুষের কাছে সরকারের উন্নত ব্যবস্থা পৌঁছে যেত। কিন্তু পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ভালো মনে করেছেন বলেই তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’
প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। পরে আমাকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ে দিয়েছেন। এতে কোনো অসুবিধা নেই। আমি তথ্য মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়ন নিয়েই এখন কাজ করে যাচ্ছি।’
দেশের সবচেয়ে বড় গণমাধ্যম বিটিভি। দেশের অনেক ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত এটি। দেশের ১৭ কোটি মানুষের প্রত্যাশার জায়গা বিটিভি। আমি এখনও নিয়মিত বিটিভির সংবাদ দেখি। এই প্রতিষ্ঠানের মানোন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ নিচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিভাগীয় শহরে বিটিভির পৃথক টেলিস্টেরিয়াল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
করোনা পরীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত ডা. সাবরিনা প্রসঙ্গে ডা. মুরাদ বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে তাঁর পক্ষে এমনসব কাজ করা সম্ভব মনে করি না। তবে দেশের প্রচলিত আইনেই তাঁর বিচার হবে। আওয়ামী লীগের আমলে কেউ অনিয়ম করে রেহাই পাবে না।’
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) দৈন্যদশা কাটাতে আধুনিক ভবন নির্মাণের জন্য ৩২২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আগামী তিন-চার বছরের মধ্যে আশা করছি নতুন ভবন নির্মাণ করা হবে। মানসম্মত চলচ্চিত্র নির্মাণে সেন্সর বোর্ডকে ঢেলে সাজানো হচ্ছে। ছবির মান দেখেই অনুমোদন দেবে সেন্সর বোর্ড।’
নানা কারণে মানুষ এখন সিনেমা হল বিমুখ হচ্ছে জানিয়ে মুরাদ হাসান বলেন, ‘সিনেমা হলগুলোকে ডিজিটাল ও আধুনিকায়ন করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিনেমা হল নির্মাণ ও আধুনিকায়ন করতে কম সুদে দীর্ঘ মেয়াদি ঋণ দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশে নতুন নতুন সিনেপ্লেক্স হচ্ছে। এক-দুই বছরের মধ্যে আরও সিনেপ্লেক্স হবে। সরকারিভাবে জেলাগুলোতে তথ্যকেন্দ্র নির্মাণ করা হবে। সেগুলো যাতে হল হিসেবে ব্যবহার করা যায়, সেজন্য এগুলো লিজ দেওয়া হবে।’
বঙ্গবন্ধুকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তথ্য প্রতিমন্ত্রী।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির এ দুঃসময়ে সংবাদপত্র ও অন্যান্য মিডিয়া মালিকদের আরো মানবিক হওয়ার আহ্বান জানিয়ে ডা. মুরাদ হাসান বলেন, ‘এই সময় কাউকে চাকরিচ্যুত করবেন না। প্রয়োজনে বেতন কমিয়ে হলেও সবাইকে চাকরিতে রাখুন। কষ্ট হলেও সময়মতো বেতন পরিশোধ করুন। কাউকে দুঃসহ জীবনে ফেলে দেবেন না। এটি অন্যায় কাজ।’
দেশের কল্যাণে ইতিবাচক ও সঠিক সংবাদ প্রচারে সচেষ্ট হতে মিডিয়া মালিক ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
চলমান করোনা পরিস্থিতিতে সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্স, সংবাদকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ পর্যায়ে দায়িত্বরত সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি স্যালুট জানান প্রতিমন্ত্রী। এ সময়ে যাঁরা মারা গেছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
ডা. মুরাদ আরও বলেন, ১৬ জুলাই আমার পিতার মৃত্যুবার্ষিকী। এদিন আমার পরিবারসহ গোটা জামালপুরবাসীর জন্য কষ্টের দিন। আমরা তার আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে দিনটি স্মরণ করবো।
২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী, মেস্টা ও তিতপল্যা) সংসদীয় আসন থেকে প্রথম এমপি নির্বাচিত হন ডা. মুরাদ হাসান। ওইসময় তিনি জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
২০১৮ সালের নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে গত বছরের ১৯ মে থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ডা. মুরাদ হাসান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment