দিনাজপুরের, বিরলে আম্ফানের প্রভাবে দমকা বাতাস ও বৃষ্টিপাতের কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধান ও ভুট্টা ক্ষেত মাটিতে পড়ে গিয়ে এবং আম ও লিচু ঝড়ে গিয়ে এ ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আম ও লিচু চাষিরা
উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌর এলাকার পুরো ফসলের মাঠ জুড়ে এ অবস্থা সৃষ্টি হওয়ায় ফসল ঘরে তোলার আগ মুহুর্তে অনেক কৃষক ক্ষতির মুখ দেখছেন বলে জানান। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, অধিকাংশ পাকা ধান ইতিমধ্যে কেটে নেয়া হয়েছে। যেসব ভুট্টা গাছ মাটিতে পড়েছে তাতে ভুট্টার তেমন ক্ষয়ক্ষতি হওয়ার আর্শকা নেই। ভুট্টার মোচা পরিপক্ক হওয়ায় কৃষকের সম্ভাব্য ফসল উৎপাদনে কোন শংকা নেই, তবে যে গুলি পরে রোপন করা হয়েছে সেগুলি ক্ষতি হবে। দু’এক জায়গায় কাঁচা ফসলে ক্ষতি হতে পারে।
অপরদিকে, দীর্ঘ প্রায় ১৮ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।