সুজন চৌধুরী,আলীকদমঃ দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মোট ৬০৭ জন দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও জন প্রতি মাসিক ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় আলীকদম ৩নং ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ড ও চাল বিতরণ কার্যক্রমে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মার সভাপত্বিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মংব্রাচিং মার্মা সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, আলীকদম উপজেলা শাখা, ট্র্যাক অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন আলীকদম পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মানস নন্দী,নয়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ইছাক মেম্বার, হামিদ মেম্বার,মহিলা ইউপি সদস্য ইয়াসমিন আক্তার প্রমুখ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোগ্য মার্মা বলেন, অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ত্রিশ(৩০) কেজি চাল বিতরণ করা হবে। পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে দুই শত টাকা করে সঞ্চয় হিসেবে জমা নিয়ে দুই বছর মেয়াদ শেষে এককালীন ফেরত দেওয়া হবে। যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে। এজন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।