মোঃইয়াসিন,সাভার প্রতিনিধি: (কোভিড১৯) করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে জনসচেতনতায় আশুলিয়ার শিল্পাঞ্চলে লিফলেট বিতরণ করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১।
রোববার(২২ মার্চ)দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে লিফলেট বিলি করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান।
এসময় তিনি বলেন,করোনায় আতঙ্কিত না হয়ে এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতা, নিয়ম নীতি মেনে চলতে হবে,এছাড়া ও সকল কে সচেতন হওয়ার পরামর্শ দেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতায় সকাল থেকে আশুলিয়ার বেরন এলাকার এনভয় পোশাক কারখানায় ৫ হাজার শ্রমিকের মধ্যে এ ভাইরাস রোধে করনীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
কোন শ্রমিকের মধ্যে সর্দি, কাশি ও জ্বরসহ করোনা ভাইরাসের যেকোন লক্ষ্মণ দেখা গেলে আইইডিসিআর এর হটলাইনে (০১৯২৭-৭১১৭৮৪) যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া আগামি কয়েকদিন আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ৮ লাখ শ্রমিকের মধ্যেই সচেতনতামূলক এই লিফলেট বিতরণ করা হবে বলেও জানান পুলিশ সুপার সানা শামীনুর রহমান।
লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, আশুলিয়া ঢাকা এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহমুদ নাসের জনি ও পরিদর্শক মাহমুদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।