আশুলিয়ায় ত্রাণের দাবিতে মানব বন্ধন

মোঃইয়াসিন,সাভার: ঢাকা অদূরে সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাড়িয়ে ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে রিকশা শ্রমিকসহ কর্মহীন নারী-পুরুষরা।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক এলাকায় এ মানব বন্ধন আয়োজন করা হয়।

এ সময় প্রায় ৩০০ কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লেখা যুক্ত ফেস্টুন নিয়ে রাস্তার দুপাশে দারিয়ে প্রতিবাদ করেন।

তারা জানান, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া রিকশাচালকসহ সাধারণ খেটে খাওয়া মানুষদের না খেয়ে মরার অবস্থা হয়েছে। একদিকে কাজ নেই অন্যদিকে ঘরে খাবার না থাকায় করোনার চেয়ে ভয়াবহতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।

মানবন্ধনে দাড়িয়ে থাকা রিকশা চালক স্বপন বলেন, আমার ঘরে যে খাবার ছিলো তা শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ কাম সব বন্ধ। আমাদের কে খাওয়াবে। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি ভাবে আমরা কোনও সাহায্য সহযোগিতা পাইনি।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার ও আশুলিয়ার সভাপতি খাইরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম মুঞ্জু, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি নবী আল কবিরসহ আরও অনেকই।