ইলিশের বাড়ী চাঁদপুরের প্রধান উপদেষ্টা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মজুমদারের অভিনন্দন

ইলিশের বাড়ী চাঁদপুরের প্রধান উপদেষ্টা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মজুমদারের অভিনন্দন
বিষেশ প্রতিনিধি মোঃ শামীম আহমেদ 
বাংলাদেশ আওয়ামিলীগের সহযোগী সংগঠন যুবলীগের ৭তম জাতীয় কংগ্রেসে ঘোষণা করা হলো সংগঠনটির নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম।
যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ।
আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলার কৃতি সন্তান, ঢাকাস্থ চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি (ইলিশের বাড়ি) এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের দুই মেয়াদে সভাপতি  ও সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার যুবলীগের ৭তম  কংগ্রেস উদ্বোধনের পর দ্বিতীয় পর্ব বেলা ৩টায় শুরু হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
সেখানেই সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হয়।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।  জানা গেছে, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদের জন্য কাউন্সিলরদের কাছ থেকে নামের প্রস্তাব চাওয়া হয়।
চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর নাম না আসায় শেখ ফজলে শামস পরশ বিনা-প্রতিধ্বনিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।