সাম্প্রতিক শিরোনাম

ঈশ্বরদীতে এক দিনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত- ২

ঈশ্বরদীতে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফানের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রী এবং এক শ্রমিক নিহত হয়েছে।

ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়ন চরমিরকামারী পশ্চিমপাড়া (ওয়াপদা গেট) এলাকায় কলেজ ছাত্রী খাইরুন্নাহার শাপলা (২৩) এবং একই ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের শ্রমিক আব্দুল বারী মালিথা (৫৫) নিহত হন।

নিহত কলেজ ছাত্রীর ফুফাতো ভাই সাজেদুল হক জানান, বুধবার ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবের ওই রাতের পর বৃহস্পতিবার (২১ মে) সকালে জয়নগর ওয়াপদা গেটের সম্মুখে তার মামাতো বোন খাইরুন্নাহার শাপলা বাড়িতে টিউবওয়েলে সংযুক্ত পানি তোলার জন্য মোটরের সুইচ অন করতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি জানান, ঝড়ের কারণে রাতে ওই বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে জায়গাটি বিদ্যুতায়িত হয়েছিল তা বাড়ির লোকজন পূর্ব থেকে কেউই তা বুঝতে পারেননি।

নিহত ওই কলেজ ছাত্রী ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি ফাইনাল বর্ষের পরিক্ষার্থী এবং ওই এলাকার আব্দুল খালেক বিশ্বাসের মেয়ে।

অপর ঘটনাটি ঘটেছে ভাড়ইমারী গ্রামে। ঐ এলাকার সাবেক এমপি আব্দুল বারী সরদারের ছেলে কাজল সরদার বলেন, ওই গ্রামের মৃত হারেজ উদ্দিন মালিথার ছেলে আব্দুল বারী মালিথা আজ সকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেন। তিনি জানান, আব্দুল বারী মালিথা স্থানীয় একটি রাইচ মিলের ড্রাইভার হিসেবে কাজ করেন।

আজ সকালে ওই গ্রামের উত্তরপাড়ার নুর আমিন প্রামাণিকের ছেলে পিয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত তার বাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের জন্য বারী মালিথাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। সেই বিদ্যুৎ লাইন মেরামতের সময় বারী মালিথা ১১০০০ কেভি তারের সাথে জড়িয়ে পড়েন। পরে লোকজন বাঁশের মাধ্যমে ধাক্কা দিয়ে তাকে নীচে নামান। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল বারী মালিথার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে বলে জানান তিনি। ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ঈশ্বরদীর একই ইউনিয়নে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...