সাম্প্রতিক শিরোনাম

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, বিএনপি নেতা হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা

পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের ঈশ্বরদী অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সঙ্গে টেলিভিশন টকশোতে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের শিষ্টাচার বহির্ভূত-ঔদ্ধত্যপূর্ণ, অপমানজনক ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা-জনতা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত শহরের স্টেশন রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্চাব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের বকুল, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক, বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, সাইফুল আলম বাবু মন্ডল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, জাসদ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঈশ্বরদী শাখার আহবায়ক আব্দুল রহমান মিলন প্রমূখ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা হাবিবুর রহমান হাবিবকে ঈশ্বরদীতে অবাঞ্ছিত ঘোষনা করেন এবং নিঃশর্তভাবে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের নিকট ক্ষমা প্রার্থনার দাবি জানান। হাবিব ক্ষমা না চাইলে ঈশ্বরদীতে হাবিবকে কোন রাজনৈতিক কর্মকান্ড করতে দেয়া হবে না বলেও বক্তারা তাঁকে সর্তক করেন।

বক্তারা আরো বলেন, হাবিব একজন মানসিক ভারসাম্যহীন বিকৃত মানসিকতার মানুষ। তিনি শিষ্টাচার বহির্ভূতভাবে নুরুজ্জামান বিশ্বাসকে উদ্দেশ্যে করে থুতু নিক্ষেপ করেছেন এটি কোন সুস্থ মানুষ করতে পারে না। তাই একজন মানসিক ভারসাম্য মানুষের সুস্থ না হওয়া পযন্ত রাজনীতি করার অধিকার নেই। পরিশেষে বক্তারা, ঈশ্বরদীর সর্বস্তরের মানুষকে হাবিবে প্রত্যাখান করার দাবি জানিয়ে ধিক্কার ও নিন্দা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনের পর রাতে চ্যানেল আইয়ের সরাসরি ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ও বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব মুখোমুখি হন। সেই অনুষ্ঠান চলাকালে নুরুজ্জামান বিশ্বাসকে উদ্দেশ্যে করে হাবিব ‘থুতু নিক্ষেপ’ করেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...