ঈশ্বরদীতে রাতের আঁধারে ট্রেনের তেল চুরি করতে গিয়ে ধরা খেলেন এক যুবক

আরএনবি সদস্যরা ট্রেনের তেল চুরির অভিযোগে রুবেল নামে এক যুবকে গ্রেপ্তার করে। ঈশ্বরদীর রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা ট্রেনের তেল চুরির অভিযোগে রুবেল (২৮) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ৩০ লিটার চোরাই তেল ও লোহার পাত উদ্ধার করা হয়।

রাতে পশ্চিমাঞ্চল রেলের আব্দুলপুর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) প্রধান পরিদর্শক ফিরোজ জানান, দীর্ঘদিন একটি চক্র রেলের লোকজনের সঙ্গে যোগসাজশ করে রেল ইঞ্জিনের তেল চুরি করে বিক্রি করে আসছিল।

রেলওয়ের গোয়েন্দা দল অনুসন্ধান চালিয়ে এই চক্রের হোতাদের শনাক্ত করে। রাতে গোপন খবরের ভিত্তিতে আব্দুলপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ৩০ লিটার চোরাই তেল সহ রেলের সরঞ্জামাদি উদ্ধার করা হয়