পাবনার ঈশ্বরদীতে সরকারি চাল সংগ্রহ অনিয়মের অভিযোগ ওঠার পর এবং তা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ এর পর পাবনা জেলা প্রশাসন তদন্ত করে ব্যাপক দুর্নিতীর প্রমাণ পেয়েছে।
তদন্তে পরিত্যাক্ত, বন্ধ ও বিদ্যুৎ সংযোগ নেই এমন অসংখ্য চালকলকেও চাল সরবরাহ করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
পাবনার জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী ও ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এস কাইয়ুম যোগসাজস করে এসব চালকলের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বলে দুদকেও অভিযোগ করা হয়েছে।
শুক্রবার পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ ঈশ্বরদীর ৫১টি চালকলে সরেজমিন তদন্ত করে ২০টিই পরিত্যক্ত ও বন্ধ পেয়েছেন বলে জানান। তিনি বলেন, সমকালে ওই সংবাদ প্রকাশের পর পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেন। সরেজমিন তদন্তে ৫১টির মধ্যে ২০টি চালকলকে দুর্র্নীতির মাধ্যমে উৎকোচ নিয়ে চাল সরবরাহ করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।