নিয়মিত আইন শৃংখলা রক্ষার পাশাপাশি গত দুই মাসে অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি/২০২০ মাসে ঈশ্বরদী থানা কতৃক যথাক্রমে ৫৪ ও ৬৩ মোট ১১৭ জন এবং আটঘরিয়া থানা কতৃক যথাক্রমে ০৭ ও ১৪ মোট ২১ জন প্রথম সারির মাদক ব্যবসয়ীকে মাদকসহ গ্রেফতারপূর্বক বিচারার্থে সোপর্দ করা হয়েছে।
আমাদের অভিযান শুরুর পর বেশকিছু মাদক ব্যবসায়ী গ্রেফতার এড়াতে এলাকার বাইরে অবস্হান নিয়েছে।
এছাড়া অন্যান্যদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং থাকবে।
আমাদের এই চিরুনি অভিযানের মাধ্যমে মাদকের সরবরাহ অনেকটা কমানো গেলেও পুলিশের একার পক্ষে পুরোপুরিভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। সমাজের
প্রত্যেকটি সদস্যের মাদকবিরোধী মনোভাবের পাশাপাশি মাদকবিরোধী তৎপরতাও থাকা প্রয়োজন যাতে ভুল করেও কেউ মাদকের প্রতি ঝুঁকে না পড়ে।
এছাড়া প্রত্যেক অভিভাবকের উচিৎ তাঁর সন্তানের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা অর্থাৎ তারা কোথায় যায়, কার সাথে মিশে, সন্ধ্যার পর বাসায় ফিরছে কিনা বা কিছু গোপন করছে কিনা, স্কুল কলেজ ফাঁকি দিচ্ছে কিনা ইত্যাদি বিষয় ভালভাবে খেয়াল করা।
অন্যথায় একটি পরিবারের সকল প্রচেস্টা ও অর্জন ধূলিস্মাৎ হয়ে যেতে পারে সেই পরিবারের শুধুমাত্র একজন মাদকসেবীর কারনে। তাই আমাদের বিপথগামী তরুণ প্রজন্মকে রক্ষায় এবং শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করি।
বাংলাদেশ পুলিশ সবসময় আপনার পাশে আছে এবং থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭১৩৩৭৪০১৩ নম্বরে অথবা ফেসবুক মেসেঞ্জারে। আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।