ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নের্তৃত্বে রবিবার সকালে শহরের জনগুরুত্বপূর্ণ ষ্টেশন রোড,হাসপাতাল রোড ও ঈশ্বরদীর আমবাগনে পৌর সুপার মর্কেটের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। উদ্বোধনকালে বক্তারা বলেন,‘ঈশ্বরদী পৌরবাসীর ভোগান্তির দিন শেষ। পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সুযোগ্য নেতৃত্বে পৌরসভার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অচিরেই দৃশ্যমান হচ্ছে।’ এসময় অন্যান্য অতিথিদের মধ্যে ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, প্রকৌশলী আব্দুল আউয়াল ,পৌর কাউন্সিলরবৃন্দ,পৌর কর্মকর্তাবৃন্দ ও ঠিকাদার উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রকৌশলী আব্দুল আওয়াল জানান,করোনা পরিস্থিতির কারণে লকডাউন থাকায় এতোদিন এসব উন্নয়ন কাজ শুরু করা সম্ভব হয়নি। ইউজিপ-থ্রি প্রকল্পের অধীনে এবারে ১৬ কোটি ৯০ লাখ টাকার টাকার উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হবে। এসব কাজের মধ্যে রয়েছে শহরের গুরুত্বপূর্ণ ১৬টি রাস্তা ও ড্রেণ। এছাড়াও ৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজও একইসাথে শুরু হল।
শহরের গুরুত্বপূর্ণ ষ্টেশন রোডের কাজ রেলগেট হতে শুরু হয়ে কলেজ রোডের ঠাকুরবাড়ির সামনে শেষ হবে। ১,২৫০ মিটার এই সড়ক নির্মাণে ৩ কোটি ৫১ লাখ ১০ হাজার ৮শ ৪০ টাকা ব্যয় হবে। ৮ মিটার চওড়া রাস্তা ১৪ মিটারে উন্নিত হবে। এই সড়কের সাথে ৬৫০ মিটার ড্রেণও নির্মাণ হবে। এতে ব্যয় হবে ১ কোটি ৮৯ লাখ টাকা। শেরশাহ রোড হতে শুরু হয়ে কলেজ রোড পর্যন্ত ৬৫০ মিটার ‘হাসপাতাল সড়কে’র রাস্তার কাজের জন্য ব্যয় হবে প্রায় ৭১ লাখ ৯৪ হাজার ১শ ৮৪ টাকা। এভাবে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ড্রেণসহ পৌর এলাকার ১৬টি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…
বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…
"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…
আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
Leave a Comment