২টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ও ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরের শাহবাগ ও নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বুধবার শাহবাগ ও নিউমার্কেট এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী এ শাস্তি দেয়া হয়।
মিরপুর রেডের মেসার্স নিউওয়েজ সার্ভিসেস (পেট্রোল পাম্প) প্রতি ১০ লিটারে ১টি অকটেন ইউনিটে ১.০৬ লি জ্বালানি তেল কম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অপর এক অভিযানে শাহবাগের মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার (পেট্রোল পাম্প) জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি পেট্রোল ইউনিটে ৪০ মিলি কম পাওয়া যায়। তাই ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক মোঃ ছানোয়ার হোসেন ও পূজন কর্মকার অংশগ্রহণ করেন।