দেশের কওমি মাদ্রাসাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের এ তথ্য জানান।
কওমি মাদ্রাসা আপিল করেছিল, তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, সেটায় গভর্নমেন্ট এগ্রি করেছে। ওদের পরীক্ষাগুলো ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। জেনারেল মাদ্রাসা খুলবে না, ওই বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
কওমি মাদ্রাসাগুলোকে ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলেও কিতাব বিভাগ চালুর অনুমতি সরকার দেয়নি।
স্বাস্থ্যবিধি মেনে সুবিধা মত সময়ে কওমি মাদ্রাসাগুলো এসব পরীক্ষা নিতে পারবে বলে জানান সচিব।
কওমি মাদ্রাসিার দাওরায়ে হাদিস (তাকমিল) সনদ এখন মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমান মর্যাদা পাচ্ছে।