কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী
হামলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার জয়কা সড়কে এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসী অভিযোগ করেন,পূর্ব শত্রুতার জের ধরে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় জয়কা গ্রামের ব্যবসায়ী রাসেল খানকে একই গ্রামের আবুল কালাম ভূইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী রাম দা, রড, লাঠি ইত্যাদি অস্ত্র সস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরদিন রাসেলের ভাই সোহেল খান বাদী হয়ে আবুল কালাম ভূইয়া ও তার ভাই রিপন ভূইয়া, সরল মিয়া, মো. মিরন, জুলহাস ভূইয়া, মো. সজিব, দিলু মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৩/৪জনকে আসামী করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
কিন্তু মামলা দায়েরের পর পুলিশ আসামীদেরকে গ্রেফতার করছে না। এমনকি আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী ও তার
লোকজনকে হুমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তারা আরও অভিযোগ করেন, ঢাকায় অবৈধ মালামালের ব্যবসা করে কালাম বিপুল অর্থ বিত্তের মালিক হয়েছেন।
এলাকার নিরীহ মানুষকে নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। তার অত্যাচারে সাধারণ মানুষ দিশেহারা। কালামের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে বলে এলাকাবাসী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন,
ইউপি মেম্বার আব্দুল আহাদ, সাবেক মেম্বার দেলোয়ার হোসেন, কাজিম উদ্দিন, শাহীনুল ইসলাম শাহীন, ওয়াহিদুজ্জামান কান্দু, শেখ মো. দীন ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
কর্মসূচিতে এলাকার কয়েকশ পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। তারা অবিলম্বে সন্ত্রাসী কালামসহ সকল আসামীকে গ্রেফতারের দাবি জানান।