করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রাণ হারালেন খ্যাতিমান মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী।
রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও স্ত্রীসহ তিনি রেখে গেছেন।
ক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা রফিকুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই সপ্তাহের বেশি সময় ধরে করোনা আক্রান্ত ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
জিয়াউদ্দিন তারিক আলীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে রাখা হয়। তিনি মরণোত্তর দেহদান করে গেছেন।
কিন্তু করোনা রোগীর দেহদান করা যাবে কি-না এ ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
তারিক আলী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান এ তাঁকে দেখা । সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ছিলেন।