কামরুল ইসলাম,গোলাপগঞ্জ: বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
তারই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে লকডাউনে থাকা অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে, গোলাপগঞ্জ এসোসিয়েশন অব মিশিগান ইউ.এস.এ। গোলাপগঞ্জ এসোসিয়েশন অব মিশিগান এর উদ্যোগে প্রত্যেক কর্মহীন পরিবারকে ১০০০ টাকা করে ৬০০ পরিবারকে পর্যায়ক্রমে এ নগদ অর্থ বিতরণ করা হবে।
তারই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ এসোসিয়েশন অব মিশিগান ইউ.এস.এ এর পক্ষ থেকে ভাদেশ্বর ইউনিয়ন এর ১০৫ অসহায় পরিবারের জন্য ১ লক্ষ পাঁচ হাজার টাকা, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন এর কাছে হস্তান্তর করা হয়। একইদিন শরিফগঞ্জ ইউনিয়নের অসহায় ৪০ পরিবারকে নগদ ৪০ হাজার টাকা আব্দুল মুকিত এর কাছে হস্তান্তর করা হয়।