ঈশাত জামান মুন্না, লালমনিরহাট: জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় একটি মোটরসাইকেল সহ ৪ কেজি গাজাঁ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
আজ সোমবার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়ন এর অন্তরগত কালীগঞ্জ- রংপুর সড়কের সিরাজুল মার্কেট সংলগ্ন, উপ পরিদর্শক সাইদুল ইসলাম ও তার সহযোগী থানা পুলিশের বিশেষ টিম চেকপোস্টে তল্লাশিরত অবস্থায় একটি হিরো গ্লামার মোটরসাইকেলের সীটের নিচে অভিনব কায়দায় রাখা ০৪ ( চার) কেজি গাজাঁ উদ্ধার করেছেন। এসময় জৈনক মোটরসাইকেল চালককে থামতে বলা হলে চালক মোটরসাইকেলটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে গাজাঁ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের নিয়মিত অংশ হিসাবে সিরাজুল মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এমতাবস্থায় ভোর ৬ টার সময় একটি মোটরসাইকেল লক্ষ্য করে সন্দেহজনক হওয়ায় থামার জন্য সংকেত দিলে মোটরসাইকেল চালক মোটরসাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। তিনি আরো বলেন, উদ্ধার কৃত মোটরসাইকেলটি এবং মোটরসাইকেলের সিটের নিচে থাকা ৪ কেজি গাজাঁ জব্দ করা হয়েছে।