বিশ্বব্যাপী কোভিট-১৯ (করোনাভাইরাস) মহামারি আকার ধারণ করেছে।
ইতিমধ্যে আমাদের বাংলাদেশে কোভিট-১৯ দ্রুত ছড়িয়ে পড়ছে।
করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি।
IEDCR প্রদত্ত আজকের (২১ এপ্রিল) পরিসংখ্যান অনুযায়ী এপর্যন্ত মোট ২৯৭৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৮২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১১০ জন।
অন্যদিকে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়া গুলোর তথ্য অনুয়ায়ী করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই অনেক মানুষের মৃত্যু ঘটছে।
যা IEDCR প্রদত্ত পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি!
দেশবাসী যখন অপ্রতিরোধ্য করোনাভাইরাস নিয়ে গভীরভাবে শঙ্কিত, ঠিক তখন কেউ কেউ করোনাকে পুঁজি করে লুটপাটে মহাব্যস্ত!
গত ক’দিনে দেশের বিভিন্নপ্রান্তে মাটিরতলা থেকে ত্রাণের চালের বস্তা, পুকুরের পানি থেকে চুরির চাল উদ্ধার, খাটের মধ্যে লুকিয়ে রাখা চুরির তেল উদ্ধার সহ নানাবিধ বহু ঘটনা ঘটেছে!
শুধু কি তাই? করোনা পরিস্থিতি’র এই অসহায় মূহুর্তে একশ্রেণির মানুষ PPE শরীরে জড়িয়ে মুখে মাক্স পরে স্বাস্থ্যকর্মী সেজে নমুনা সংগ্রহের নামে বাড়িতে ঢুকে লুটপাত করছে!
কেউ কেউ দুর্গত দু:স্থ মানুষকে সহায়তা দেয়ার নামে অর্থ সংগ্রহ করে সেই টাকায় দেদারছে মাদকদ্রব্য সেবন করছে! করোনাভাইরাস ‘কারও জন্য সর্বনাশ, কারও জন্য পৌষ মাস’ ডেকে এনেছে!
চোর ও প্রতারকের খপ্পরে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত অনুদান হরিলুট! তখন কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষ গুলো পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন।
এহেন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশের দরিদ্র পরিবার গুলোকে নিরবিচ্ছিন্ন সহায়তা প্রদানে রেশনকার্ড প্রবর্তণের মত একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।
এতে করে দেশের প্রকৃত দরিদ্র মানুষ গুলো রাষ্ট্রীয়ভাবে খাদ্য সহায়তা পাবেন বলে আমি বিশ্বাস করি।
পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনী’র প্রচারণা অনুযায়ী সঠিক তথ্য যাচাই না করে কোনো অপরিচিত ছদ্দবেশিকে বাড়িতে প্রবেশ করতে না দেয়ার ব্যাপারে সকলের সতর্ক থাকা আবশ্যক।
এছাড়াও ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়ে বা মুঠোফোনে অথবা সরাসরি মানুষকে ত্রাণ দেয়ার নামে আর্থিক সহায়তা প্রত্যাশিদের এড়িয়ে সামর্থ অনুযায়ী নিজের হাতে দু:স্থ প্রতিবেশিদের সহযোগিতা প্রদান করা যেতে পারে।
এতে করে ব্যক্তি অনুদানের অর্থ সরাসরি মানবিক কাজে আসবে, একই সাথে নিজে আত্মতৃপ্তি লাভে সক্ষম হবেন।
আসুন, জাতির এই দু:সময়ে সাধ্যানুযায়ী দু:স্থ মানুষের পাশে দাঁড়াই। করোনাভাইরাস’কে ভয় নয়, বরঞ্চ সচেতনতার সাথে সকলে মিলে সংক্রামণ প্রতিরোধ করি।
(লেখক সমিত জামান কলামিষ্ট)