স্টাফ কোরেসপনডেন্টঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ক্র্যাক প্লাটুনের তত্ত্বাবধানে কৃষকদের পাশে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠন।
বাংলাদেশের হাওরাঞ্চলে এখন ধান কাটার মৌসুম।করোনার প্রভাবের কারণে হাওরে আসছেন না ধান কাটার শ্রমিকরা। শ্রমিক না আসার কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন হাওরের কৃষকরা।
গতকাল দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সিংগুয়া বিলের তলায় পাকা ধান নিয়ে কৃষক ছিলেন অসহায়। অনেককে জানিয়েও যখন সহায়তা পান নি, তখন পূর্ব ঘোষনা শুনে তিনি বিষয়টি অনলাইন আওয়ামী একটিভিস্টদের ফোরাম ক্র্যাক প্লাটুনের এসিট্যান্ট চীফ আঃ রহমান রাজীবকে জানান। এর আগে আঃ রহমান রাজীব কৃষকদের প্রয়োজনে সহায়তার ঘোষনা দেন এবং তিনি জানান আওয়ামী লীগের অঙ্গসংগঠন গুলোর সমন্বয়ে কৃষকদের সাহায্য করবে ক্র্যাক প্লাটুন পরিবার।
তারই অংশ হিসেবে সেই কৃষকের ধান কেটে দেয় সম্মিলিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেন ক্র্যাক প্লাটুন এসিস্ট্যান্ট চীফ আঃ রহমান রাজিব এবং করিমগঞ্জ পৌরসভার বাহাদুর পুর মহল্লার আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ কর্মীরা।
আঃ রহমান রাজিব সাম্প্রতিক সংবাদকে জানান “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ক্র্যাক প্লাটুন পরিবারের সহযোগিতা ও অনুপ্রেরণায় করোনা মোকাবিলার ক্রান্তিলগ্নে কৃষকের পাশে জনবল না থাকায় ক্র্যাক প্লাটুনের পক্ষ থেকে আমার ক্ষুদ্র প্রয়াস এটি।”
“যে সকল কৃষক শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারবেন না আমরা তাদের ধান কর্তন করে দেওয়ার চেষ্টা করব আমরা সামনে। কৃষকদের এই অসহায় অবস্থায় তাদের পাশে দাড়িয়েছে, কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা শো অফ করছিনা বরং শুধুমাত্র যেসব কৃষক সত্যিই শ্রমিকের কারনে সমস্যায় আছে, ধান না কাটলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাদেরই সাহায্য করতে আমরা এগিয়ে আসছি।”
এছাড়াও তিনি জানান, “আমাদের সবার উচিত দেখানোর জন্য না করে সত্যিকারে যেসব কৃষক সমস্যায় জর্জরিত কিংবা শ্রমিকের মোটা অংকের পারিশ্রমিক দিতে অক্ষম তাদের পাশে দাঁড়ানো।”