জেলেদের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ

জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। রাজবাড়ীর গেয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়ে মাছটি।

শুক্রবার ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মায় স্থানীয় জেলে হযরত আলী মণ্ডলের জালে ধরা পড়ে মাছটি।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ৩০ কেজির বাঘাইড় মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকায় জেলে আলী মণ্ডলের কাছ থেকে কিনেছি।

মাছটি কেটে ১ হাজার ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানা গেছে।