ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে ৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৫ জুলাই) সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ২৫০ টি নমুনার ফলাফল এসেছে।
এদের মধ্যে ৮৬ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৯০ জনে। বর্তমানে ৫৭ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের।
জেলার ৬টি উপজেলার মধ্যে সদরে ৭১ জন, শৈলকূপায় ১৩ জন,কালীগঞ্জে ১০ জন, কোটচাঁদপুরে ৩ জন,হরিনাকুণ্ডুতে ৫ জন ও মহেশপুরে ৫ জন।