ডা. সাবরিনাকে আবার ৫ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে কেলেঙ্কারির ঘটনায় ডা. সাবরিনার তিনদিনের রিমোন্ডের মেয়াদ শেষে আজ ফের আদালতে নেয়া হয়েছে। নতুন করে তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁকে কত দিনের রিমান্ড চাওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

আজ শুক্রবার তিন দিনের রিমান্ড শেষ হয়েছে ডা. সাবরিনার। এ অবস্থায় তদন্তের স্বার্থে তাকে আরো রিমান্ডের আবেদন করে পুলিশ।

১৩ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠান আদালত। সাবরিনার রিমান্ড চলাকালেই গত ১৫ জুলাই কারাগারে থাকা তার স্বামী আরিফুলকে চারদিনের রিমান্ডে পাঠানো হয়। ইতোমধ্যে জেকেজির অপকর্ম সম্পর্কে তাদের দু’জনকে রিমান্ডে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদও করা হয়।