ডেমরায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু

ডেমরায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে জুবায়ের (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল কুমিল্লা থেকে মায়ের সঙ্গে ঢাকায় বেড়াতে আসে জুবায়ের।

আজ সকাল ৭টার দিকে তাদের বাসার একতলার ছাদে ঘুড়ি ওড়াতে উঠে সে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় জুবায়ের।

আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জুবায়ের কুমিল্লার দাউদকান্দি উপজেলার নাইয়ারভাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।