তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুবাগোষ্ঠীকে দেশের সামাজিক ও জাতীয় উন্নয়নে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে, স্যা’নক্রেড ও’য়েলফেয়ার ফাউন্ডেশন (SWF) রিকল প্রকল্প ২০২১ সোমবার (১০শে ফেব্রুয়ারী) উপজেলা স্যা’নক্রেড ওয়ে’লফেয়ার হলরুমে স্টে’ইকহো’ল্ডার মো’বিলাইজেশন আলোচনামুলক সভা অনুষ্টিত হয়েছে।
এর মূল লক্ষ্য-উদ্যেশ্য হল যুবগোষ্টিকে পারিবারিক, সামাজিক ও জাতীয় ভাবে উন্নয়নের দিকে ধাবিত করা।তারা যেন তাদের নিজেদের একজন সক্ষম না’গরিক হিসেবে গড়ে তুলতে পারে ,যেমন মোবাইল সা’র্ভিসিং, বিউ’ট্রিং প্রশি’ক্ষন, ট্রে’ইলারিং সেলাই কাজ, পুঁথি’র কাজ,হাঁসের খামার,মুরগি পালন ইত্যাদি বিষয়ে যুবক-যুবতিদের নিয়ে আলোচনামূলক সভা হয়।
উপজেলা প্রকল্পের ট্রেইনিং এ্যাসিস্টেন্ট মোকসেদুর রহমানের সঞ্চালনায় ও স্যানক্রেড ওয়েলফেয়ার প্রকল্পের ভারপ্রাপ্ত সমন্বয়কারী তোফায়েল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভপুর ও তাহিরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত যুব উন্নয়ন অফিসার মোঃ ইকবাল হোসেব ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্বম্ভপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মৃদুল কান্তি সরকার।
উপস্থিত ছিলেন,উপজেলা স্যানক্রেড ওয়েলফেয়ার প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিনা আক্তার,মনোয়ার হোসেন,অরবিন্দু দাশ,ভলেন্টিয়ার সদস্য হালিমা আক্তার প্রমুখ।