কানাই রায়ঃ দিনাজপুর জেলার, বিরল উপজেলায় রূপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে রণক্ষেত্রে নিহত-০১ এবং আহত হয় ১০ জন।
বিরলে রূপালী বাংলা জুট মিলে বকেয়া বেতনের দাবিতে ভাংচুর করেছে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এসময় পুলিশের গুলিতে সুরত নামের একজন স্থানীয় দোকানদার নিহত হয়েছেন এবং এই ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আজ বুধবার (২৫ মার্চ) বিকালে মিল বন্ধের কোন নোটিশ না পেয়ে চলমান পরিস্থিতিতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মিলের অফিসের সম্মুখে অবস্থান নেয়া শুরু করে।
সন্ধ্যা থেকে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করে সমঝোতা না হওয়ায় ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল লতিফ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে অফিস ভাংচুর শুরু করলে বিরল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ারসেল ছুড়ে।
রাতে এ রিপোর্ট লেখাকালীন নিহত সুরতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। আহতদের চিকিৎসার প্রস্তুতি চলছিল। আর গুরুতর আহত একজন’কে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।