দেশের ৩৩ জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে ২৫১ জনের মৃত্যু হয়েছে

৩০ জুন থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে ডায়রিয়া, বন্যার পানিতে ডুবে, সাপের কামড়ে, বজ্রপাতসহ অন্যান্য অসুস্থতায় ২৫১ জনের মৃত্যু হয়েছে। দেশের ৩৩ জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে এ প্রাণহানি ঘটেছে।

২১০ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এছাড়া বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২৫ জন, ডায়রিয়া ১ জন এবং অন্যান্য অসুস্থতায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার ২ হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে ১ হাজার ১৬টি ইউনিয়ন বন্যা আক্রান্ত।

স্বাস্থ্য অধিদফতরের ২ হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করছে বলে জানা গেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।