৩০ জুন থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে ডায়রিয়া, বন্যার পানিতে ডুবে, সাপের কামড়ে, বজ্রপাতসহ অন্যান্য অসুস্থতায় ২৫১ জনের মৃত্যু হয়েছে। দেশের ৩৩ জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে এ প্রাণহানি ঘটেছে।
২১০ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এছাড়া বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২৫ জন, ডায়রিয়া ১ জন এবং অন্যান্য অসুস্থতায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার ২ হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে ১ হাজার ১৬টি ইউনিয়ন বন্যা আক্রান্ত।
স্বাস্থ্য অধিদফতরের ২ হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করছে বলে জানা গেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।