দেশে এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দুই হাজার ছড়িয়েছে

করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দুই হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রামে ৭০৪ জন যা ১ আগস্ট পর্যন্ত ছিল ৬৩৫ জন।

এরপরের অবস্থান ঢাকার ৩৯১। যা আগের হিসাবে ছিল ৩৮৫ জন। ৩০৬ জন ও ২৪১ জন নিয়ে খুলনা এবং বরিশাল আছে তৃতীয় ও চতুর্থ স্থানে।   

সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহে (৬০ জন)।

জুন মাসে বেশি মৃত্যু হয়েছে। ৭-১৩ জুন ২০৬, ১৪-২০ জুন ২০৬ জন ও ২১-২৭ জুন ২২২ জনের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে ৮৬ ঘটনায় ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।