গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১৫৮ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ করোনা রোগী।
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৩৮৩ জনে দাঁড়াল।
বৃহস্পতিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।