নওগাঁর প্রশাসন কঠোর হলেও ঘরে রাখতে পারছেনা জনগণকে

কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে সরকার কঠোর নির্দেশনা প্রদান করে চলেছেন। সাধারণ মানুষ যেন আক্রান্ত না হয় এর জন্য সকল চেষ্টা অব্যাহত রেখেছেন।সরকারের সঙ্গে তাল মিলিয়ে উপজেলা প্রশাসন নিয়ামতপুর কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সাধারণ মানুষের চলাফেরা সীমিত করা হয়েছে। এর জন্য প্রতি দিন সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

এত অনুরোধ করার পরেও নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চান্দইল নামক স্হানে আজ ১৭/০৪/২০২০ ইং তারিখ শুক্রবার সকালে স্হানীয় হাটে লোকজনের ভিড় লক্ষ্য করা যায়। এত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, পাশাপাশি প্রতিদিন আক্রান্তের সংখ্যা দেখার পরও তারা সচেতন হচ্ছেন না।

কয়েকজন ব্যক্তির সাথে কথা বললে, তারা বলেন যে, সবাই সচেতন হওয়ার চেষ্টা করছে। কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারছে না। এই মুহূর্তে সবাই সচেতন না হলে নিয়ামতপুরে লক্ষণ দেখা দিলে তা মহামারিতে রুপ নেবে।