নরসিংদী প্রতিবেদক : ৫ মার্চ শুক্রবার দিবাগত রাত্রে নরসিংদী চিনিশপুরে দরবার শরীফে শেখ আতাউর শাহ্ চিশতীর খোশরোজ শরীফ উপলক্ষে ৬তম বার্ষিক ভক্ত সম্মেলন বা ওরস অনুষ্ঠিত হয়েছে।
ওরস মাহফিলের সভাপতিত্ব করেন চিনিশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান, সার্বিক দায়িত্বে ছিলেন বর্তমান গদিনিশিন আব্দুল বাতেন চিশতী।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী পৌরসভার ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নূর মোহাম্মদ খন্দকার পারভেজ, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বাতেন, হাবিবুর রহমান মিলন , কুসুম খন্দকার , নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল।
ওরসে আরো মেহমান হিসেবে উপস্হিত ছিলেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নূর মোহাম্মদ হারিস, সাংবাদিক আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নরসিংদী সদর প্রেসক্লাবের সদস্য শেখ মোহাম্মদ আলী মন্টু প্রমুখ, আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা পরিচালনা করেন খানকা শরীফের দায়িত্বপ্রাপ্ত মনির খান চিশতী, ভক্ত সমাবেশে কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে তবারক বিতরণ করা হয়। মিলাদ জিকির ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইসলামিক নিয়ম নীতি মেনে ওরসের সমাপ্তি ঘোষণা করা হয়।